/anm-bengali/media/post_banners/lZMSwO4KlJNajrXJQ1Qu.jpg)
নিজস্ব প্রতিনিধি -বিরোধী দল বামেদের একের পর এক নিশানায় রেখে ক্রমাগত আক্রমণ করে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইতিমধ্যেই বামেদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে নানান মতামত তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পর্দাতেও। এমনকি তিনি উল্লেখ করেন,'কমিউনিস্টরা ব্রিটিশদের চাইতেও খারাপ।' তিনি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে আমার সবচেয়ে বড় উপলব্ধি এই যে আমি ত্রিপুরার অধিকাংশ মানুষের চাল, চরিত্র, চেহারা বদলাতে পেরেছি। সাকারাত্মক মানসিকতাই আপনাকে সুখি করতে পারবে। কমিউনিস্টরা ব্রিটিশদের চাইতেও খারাপ, তারা এস সি, এসটি ও জেনারেলের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছিল। তাদের নীতি হচ্ছে আটকে রাখার নীতি। রাজনীতি কমিউনিস্টদের পেশা।" এই কথার পরিপ্রেক্ষিতে আপাতত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধী দলের পক্ষ থেকে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us