New Update
/anm-bengali/media/post_banners/seqxb27Iw4FLMnAjCl2T.jpg)
নিজস্ব প্রতিনিধি -সামনেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন। ২০২৩ এর মার্চ মাসেই এই নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরার রাজনৈতিক জগতে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে আজ এক সভায় ফের বিরোধী দলকে কটাক্ষ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি বামেদের দলকে কটাক্ষ করে বলেন, “শ্রমিকদের খাবে শ্রমিকদের থেকে চাঁদা তুলবে শ্রমিকদের মাথায় উঠে পা রেখে বসে যাবে এটাই হচ্ছে কমিউনিস্ট।" সেই সাথে তিনি এও বলেন, "২৫ বছর রাজ্যের কর্মচারী ও শ্রমিকদের বন্ধক করা মজদুর বানিয়ে রেখেছিল। এই শ্রমিকদের চাঁদা দিয়ে তৈরি হয়েছিল সিপিআইএম পার্টি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us