হাওয়ালা কেলেঙ্কারি: গ্রেফতার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী বাবু সিং

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাওয়ালা কেলেঙ্কারি: গ্রেফতার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী বাবু সিং

নিজস্ব সংবাদদাতা : হাওয়ালা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী যতিন্দর সিং ওরফে বাবু সিং। শনিবার কাঠুয়া জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ হাওয়ালা র‌্যাকেট ফাঁস করার পর বাবু সিং ৩১ মার্চ থেকে পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। বাবু সিং ২০০২-২০০৫ সালে মুফতি সাঈদের নেতৃত্বাধীন পিডিপি-কংগ্রেস সরকারের একজন মন্ত্রী ছিলেন এবং বর্তমানে তিনি প্রকৃতি-মানবকাইন্ড ফ্রেন্ডলি গ্লোবাল পার্টি নামের একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। জম্মুর গান্ধী নগর থেকে কোকারনাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ শরীফ শাহকে গ্রেফতার করার পরই বাবু সিংয়ের কথা জানা যায়।