অস্কার থেকে নিষিদ্ধ হলেন উইল স্মিথ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অস্কার থেকে নিষিদ্ধ হলেন উইল স্মিথ

নিজস্ব প্রতিনিধি - ৯৪ তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ড এর মঞ্চে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের চড় মারার ঘটনা সারা বিশ্বে চর্চিত হয়ে উঠেছে। এরপরে দুজনে দুজনের কাছে ইতিমধ্যেই ক্ষমা চাইলেও মিটমাট হয়নি কোন কিছুই। তারপরে স্মিথ নিজেই একাডেমি থেকে পদত্যাগ করার কথা জানান। তবে ইতিমধ্যেই হলিউডের অ্যাকাডেমি অফ মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্স আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে। এই সংস্থা স্মিথের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিয়ে এক বৈঠকে বসে, এবং অভিনেতার বিরুদ্ধে শাস্তির ঘোষণা করে। জানা গিয়েছে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মারার শাস্তি হিসেবে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে একাডেমি।১০ বছর অস্কার থেকে নিষিদ্ধ হলেন উইল স্মিথ।