আগরতলার রাজপথে বামেদের মিছিল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগরতলার রাজপথে বামেদের মিছিল

নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার খেতমজুর ইউনিয়ন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে,সাধারণ মানুষের জন্য বিভিন্ন দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে আজ আগরতলার রাজপথে এক বিক্ষোভ মিছিলে নামলেন বামেদের দল।রেগা, দিন মজুরি, সামাজিক ভাতা, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার সহ মোট ৭ দফা দাবি নিয়ে তার এই আন্দোলনে শামিল হন।এই মিছিলে মহিলা সহ পুরুষরাও যোগদান করেন।গোটা আগরতলা শহরে প্রদক্ষিণ করে এই মিছিল।