New Update
/anm-bengali/media/post_banners/6lUl7YaGe9OoeYlj5qAM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ। রাজ্যের বিজেপি বিধায়কের বিরুদ্ধে 'মুখ খোলায়' সাংবাদিকদের বিবস্ত্র করে লকআপে ভরার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এহেন ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ, আটক করার আগে সাংবাদিকদেড় বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এহেন ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সাংবাদিক নিগ্রহের রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে থানার ইন চার্জকে। এদিকে থানার ইন চার্জ মনোজ সোনি জানিয়েছেন, 'জামা কাপড়ের সাহাজ্যে যাতে কেউ আত্মহত্যা করতে না পারেন তাই তাঁদের বিবস্ত্র করা হয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us