​
নিজস্ব সংবাদদাতাঃ অনেক পুরুষ-এরই টম্বয় মেয়ে ভালো লাগে। অনেকে বিষয়টা নিয়ে হয়তো হাসাহাসিও করেও থাকেন। কিন্তু যেসব পুরুষরা টম্বয় ভালোবাসেন তাঁরা মেয়েলি মত না। তাঁরা বুদ্ধিমান। কারণ টম্বয় মেয়েরা আলাদা করে কোনো মহিলা সূচক সাজগোজ বা সিরিয়াল দেখে সময় নষ্ট করে না। আপনার সঙ্গে বসেই ফুটবল বা ক্রিকেট দেখবে। এবং সেক্সের দিক থেকে অন্য মেয়ের থেকে আরও বেশী অ্যাগ্রেসিভ হয়ে থাকে।