নিজস্ব সংবাদদাতাঃ টোকিও মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার জবাবে জাপানের বিরুদ্ধে রাশিয়ার কোনো পাল্টা পদক্ষেপ অগ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো। তিনি বলেন, 'এই পুরো পরিস্থিতির উৎপত্তি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন থেকে। জাপানের প্রতি দায়বদ্ধতা হস্তান্তরের চেষ্টা করে এমন যে কোনও প্রতিক্রিয়া অত্যন্ত অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।' রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মারিয়া জাখারোভা বুধবার বলেন, মস্কো টোকিওর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে, যা ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাখারোভা বলেন, "জাপান সরকার জাপানি সমাজে রাশিয়া-বিরোধী হিস্টিরিয়া ছড়িয়ে দিচ্ছে"।