নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার এক বিশেষ অভিযানে জম্মুর সীমান্তরক্ষী বাহিনী আখনুর আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আখনুরের সাব-সেক্টর পারগওয়ালের কাছে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। এক বিবৃতিতে বলা হয়, "বিএসএফ সদস্যরা পাচারকারীদের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, ২০টি একে ৪৭ রাইফেল, দুটি রাইফেল ম্যাগাজিন, দুটি (ইতালিতে তৈরি) পিস্তল, ৪০টি পিস্তলআরডি এবং চারটি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করেছে।