বাংলাদেশের ওষুধ নিয়ে মুখ খুলল রাজ্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাংলাদেশের ওষুধ নিয়ে মুখ খুলল রাজ্য


নিজস্ব সংবাদদাতাঃ কিছু দিন আগেই এ রাজ্যে বাংলাদেশ-এর ওষুধ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের ওষুধ দেওয়া হচ্ছে কাঁথির হাসপাতালে। কিন্তু কোথা থেকে এল সেই ওষুধ, তা নিয়েই ওঠে প্রশ্ন। আর সেই বিতর্কেই এবার মুখ খুলল রাজ্য স্বাস্থ্য দফতর। দানের ওষুধ নিয়ম মেনেই সরবরাহ করা হয়েছে, জানানো হল রাজ্যের তরফে। স্বাস্থ্য দফতরের দাবি, সব ওষুধই বৈধ। এ প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত ৩ জুন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা বাংলাদেশের ওই ওষুধগুলি রাজ্যকে পাঠিয়েছিল। এই ওষুধগুলি বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে সাহায্য হিসেবে এ দেশে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।