নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোর ক্রাইম ব্রাঞ্চ গাড়ি চোরদের একটি আন্তঃরাজ্য গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১১ টি গাড়ি এবং একটি বিশেষ বৈদ্যুতিন ডিভাইস উদ্ধার করেছে করেছে পুলিশ। যা এই দলটি যানবাহনের নিয়ন্ত্রণ নিতে ব্যবহৃত হয়।ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) রাজেশ হিঙ্গাঙ্কর বলেন, "উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন ২০২০ সালে ইন্দোরের এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।