নাড্ডা সাক্ষাতে ৭টি দেশের রাষ্ট্রদূত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নাড্ডা সাক্ষাতে ৭টি দেশের রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে অংশ নিতে বিজেপি সদর দফতরে পৌঁছলেন সাত দেশের রাষ্ট্রপতিরা। এরা হলেন, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম সানহ চাউ, সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওং উই কুয়েন, হাঙ্গেরির দূত আন্দ্রাস লাসজলো কিরালি, বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন, ইইউ প্রতিনিধিদলের রাষ্ট্রদূত উগো আস্তুতো, পর্তুগিজ দূত কার্লোস পেরেইরা মার্কেসও।