উপত্যকায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উপত্যকায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

নিজস্ব সংবাদদাতা : জঙ্গি নিধন অভিযানে সাফল্য সেনার। পুলওয়ামার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দ ও লস্কর-ই-তৈবার মধ্যে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুই জঙ্গীকে আনসার গাজওয়াতুল হিন্দের সাফাত মুজাফ্ফর সোফি ওরফে মুয়াভিয়া এবং এলইটি-এর উমর তেলি ওরফে তালহা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, নিহতরা এই বছরের শুরুতে শ্রীনগরের খোনমোহ এলাকায় একজন সরপঞ্চ হত্যা সহ বেশ কয়েকটি জঙ্গি মামলায় ওয়ান্টেড ছিল।সম্প্রতি তারা ঘাঁটি স্থানান্তর করেছিল।