/anm-bengali/media/post_banners/RgUuYHs1p82tIh6bbWZP.jpg)
সুদীপ ব্যানার্জী, চোপড়া: চা বাগান থেকে গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠল চোপড়া থানার চোপড়ামারি এলাকায়। পাশাপাশি, চা বাগানের ছায়া গাছ কেটে নষ্ট করারও অভিযোগ উঠেছে। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চোপড়ামারি এলাকায় একাধিক ক্ষুদ্র চা চাষির বাগানে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বলে অভিযোগ।
এনতাজুল হক নামে ক্ষতিগ্রস্ত এক চা চাষি জানিয়েছেন, শনিবার রাতে দেড় বিঘা চা বাগানের ওপর থাকা গাছ উপড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও অন্য দু’জন চা- চাষীর বাগানেও গাছ উপড়ে ফেলা হয়েছে। তিনজনের মোট দুই বিঘা বাগানে প্রায় পাঁচ হাজার চা গাছ উপড়ে ফেলার পাশাপাশি বেশ কিছু ছায়া গাছ কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা।
রবিবার বিষয়টি পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগ পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে।এরপর পুলিশ তদন্তের আশ্বাস দেন চা- চাষীদের।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8708 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8704
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8621​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us