/anm-bengali/media/post_banners/A1XtqpSmMMaFw9i8gx3R.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হচ্ছে। আষাঢ়ের এই ভারী বৃষ্টিতেই খুশি পাট চাষীরা । জেলার সেচ ব্যবস্থা উন্নত না-হওয়ার দরুন ভারী বৃষ্টির উপর কৃষকদের নির্ভর করতে হয়। আলিপুরদুয়ারে লাগাতার বৃষ্টিতে আমন ধানের চাষের ভালো উপকার হচ্ছে। জমিতে জল না আটকানোর জন্য অনেকেরই বীজ রোপণে অসুবিধা হচ্ছিল, সেই সমস্যা মিটল ভারী বর্ষায়। পাশাপাশি লাগাতার বৃষ্টিতে জলাশয়গুলো প্রায় ভরে যাওয়ায় পাট চাষেও সুবিধা হয়েছে। ফলে পাট চাষীদেরও জাঁক দিতে সুবিধা হয়েছে বলে জানাচ্ছে কৃষি দপ্তর।
কৃষি দপ্তর সূত্রে খবর, জেলায় ২০০০ একর জমিতে আমন ধানের বীজ রোপনের কাজ শেষ। চকোয়াখেতির ধান চাষিদের মতে অনেক গ্রামেই সেচের ভালো ব্যবস্থা নেই। যাদের অল্প জমি তাদের বেশি খরচ করে নিজের উদ্যোগে পাম্পের ব্যবস্থা করার ক্ষমতা নেই। লাগাতার বৃষ্টিতে কৃষকদের চিন্তা অনেকটাই দূর হয়েছে । পাট চাষি কৃষকরা জানিয়েছেন পাট চাষ ভালো হয়েছে। তবে, বৃষ্টি কম হওয়ায় পাট পচানো নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছিল। এখন চিন্তা দূর হল।জেলার কৃষি অধিকর্তাদের মতে, 'ভারী এই বৃষ্টির ফলে ধান চাষ এবং পাট চাষে অনেকটা লাভ হবে। সঠিক সমযয়েই ভারী বৃষ্টি হচ্ছে।'
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8708 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8704
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8621​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us