এসপি সিনহাকে হেফাজতে নিতে পারে সিবিআইঃ হাইকোর্ট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এসপি সিনহাকে হেফাজতে নিতে পারে সিবিআইঃ হাইকোর্ট


কলকাতাঃ
এবার দুর্নীতিকাণ্ডে এসপি সিনহাকে হেফাজতে নিতে পারে সিবিআই। এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। 






প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'দুর্নীতিতে তাঁর গুরত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছি। অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে সিবিআইকে। সিবিআই মনে করলে তাঁকে জিজ্ঞাবাদ করুক। সিবিআইকে খুঁজে বের করতে হবে আর্থিক দুর্নীতি। এছাড়া উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যকে সোমবারের মধ্যে সম্পত্তির হিসাব পেশ করতে হবে। চাইলে ৯৮ জন বিতর্কিত প্রার্থীকে ছোট দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তলবের জন্য রাজ্য পুলিশ ও সিআরপিএফ-এর সাহায্য নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।'