/anm-bengali/media/post_banners/0BMgmywTRP1zB4Wucpnj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়ঙ্কর বিস্ফোরণ লোহার কারখানায়। বেলুড়ের অগ্রসেন স্ট্রিটের ছাঁট লোহা কাটাইয়ের কারখানায় ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ হয়। ঘটনায় জখম হন চার কর্মী।স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে তাদের মধ্যে এক মহিলা সহ দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে। ওই দু’জনের নাম পিন্টু রাম ও রেণু দেবী। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। গোটা এলাকা ঘুরে দেখেন তাঁরা। সোমবার দুপুর দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, অন্যদিনের মত অগ্রসেন স্ট্রিটের ওই লোহা কারখানায় কাজ করছিলেন চারজন শ্রমিক। সেখানে ছাঁট লোহা কেটে স্ক্র্যাপ তৈরির কাজ চলছিল। হঠাৎ একটি ধাতব বস্তুর উপর হাতুড়ি মারতেই সশব্দে সেটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় দু’জন কর্মীর হাতে, মুখে ও দু’পায়ে গুরুতর চোট লাগে। তাঁদের দেহের একাধিক স্থানে আঘাতের ফলে প্রচণ্ড রক্তপাত হতে থাকে। ভর দুপুরে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রচুর মানুষজন। তারাই আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পরে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় আহতদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us