নিজস্ব সংবাদদাতাঃ জ্বালানির দাম বাড়ায়, সরাসরি তার প্রভাব পড়েছে বাজারেও। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। শাক-সবজি তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। কাটা মুরগির মাসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। মানিকতলা বাজারে আসা এক ক্রেতা বলছেন, ২ বছরে আহামরি মাইনে বাড়েনি, খরচ বেড়েই চলেছে ।খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। সরষের তেল লিটারপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইসব তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।