New Update
/anm-bengali/media/post_banners/NiV8FFsg6r3LssvioGf1.jpg)
কাঁথিঃ বীরভূমের ঘটনার পর রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতকারীদের অত্যাচার রুখতে কড়া হাতে পুলিশকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে রাজ্যের ভিন্ন জেলা থেকে প্রতিদিন উদ্ধার করছে বোমা, অস্ত্রসস্ত্র। এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মারিশদা থানার কুসুমপুর এলাকা থেকে উদ্ধার হলো ব্যাগভর্তি বোমা। রবিবার গভীর রাতে বোমা উদ্ধার করে মারিশদা থানার পুলিশ। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মারিশদা থানার অন্তর্গত সাত নম্বর কুসুমপুর অঞ্চলের গ্রামে লালচক থেকে আটটি তাজা বোমা উদ্ধার হয়। এই তাজা বোমা উদ্ধার করে মারিশদা থানার পুলিশ। আতঙ্কে ভুগছে গ্রামের মানুষরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। কিভাবে ঝোপের মধ্যে এত বোম এলো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us