নিজস্ব সংবাদদাতাঃ রবি শাস্ত্রীর পর বর্তমানে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে দেশের মাটিতে এখনও পর্যন্ত হওয়া সব কটি সিরিজেই এবং সব ফর্ম্যাটেই জিতেছে ভারত। ফলত প্রাক্তন সতীর্থর ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, কোচ হিসেবে দ্রাবিড় সাফল্য পাবেই।