সবং থেকে উদ্ধার জোড়া পিস্তল, গ্রেফতার ১

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সবং থেকে উদ্ধার জোড়া পিস্তল, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নং বিষ্ণুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ২ টি পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে সবং থানার পুলিশ।গ্রেফতার করা হয় সবংয়ের মুরারিচক এলাকার সঞ্জয় মান্না নামে এক ব্যাক্তিকে। আজ অর্থাৎ রবিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হবে। রাজনৈতিক ভাবে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে সবং। চলে বোমাবাজিও। সেইমত গত ২ দিন ধরে সবং থানার পুলিশ অভিযান চালিয়ে বহু নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। পাশাপাশি অবৈধ ভাবে রাখা অস্ত্রেরও  খোঁজ ও উদ্ধার চলছে জেলা জুড়ে। এই খোঁজ চলাকালীনই পুলিশের তল্লাশিতে ২ টি পিস্তল ও ২ টি কার্তুজ সহ ধরা পড়ে ওই ব্যাক্তি।