জুয়ার ঠেকে পুলিশি অভিযান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জুয়ার ঠেকে পুলিশি অভিযান

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ কোকওভেন থানার অন্তর্গত ডিপিএলের গোলপার্ক সংলগ্ন ইএন এলাকায় পরিত্যক্ত আবাসনে প্রায় দিনই বসে জুয়ার ঠেক, এমনই অভিযোগ পেয়ে মধ্যরাতে অভিযান চালায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। জুয়ার ঠেক থেকে ৭ জনকে হাতেনাতে ধরে ফেলে কোকওভেন থানার পুলিশ। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৪ টি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও নগদ ৩১,৫০০ টাকা উদ্ধার হয় জুয়ার ঠেক থেকে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা বাইক গুলির মালিকদের বিরুদ্ধেও মামলা করা হচ্ছে। শনিবার ৭ জন অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।