চুরি যাওয়া গহনার কিনারা করল পুলিশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চুরি যাওয়া গহনার কিনারা করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগরঃ শুক্রবার বিধাননগর এলাকার একটি বাড়ি থেকে সোনার চেন, আংটি, দুল সহ রুপার বেশকিছু অলংকার চুরি যাওয়ার অভিযোগ করা হয় নিউ টাউনসিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়িতে। তদন্তে নেমে বিধাননগর ফাঁড়ির পুলিশ টেটিখোলা বিবেকানন্দ পার্ক এলাকা থেকে দশম শ্রেণির এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত অলংকার। আজ শনিবার বর্ধমান আদালতে অভিযুক্ত কে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে আগে কোনোও রকম চুরির কোনও মামলা নেই।