New Update
/anm-bengali/media/post_banners/DO5TXsrWPThO2rJsfP0J.jpg)
নিজস্ব প্রতিনিধি -আজ ত্রিপুরার রাজধানী আগরতলার বুকে সিপিআইএম দলের অধীনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ বের হয়। মুলত বেকারত্বসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ করা হয় এই মিছিলে। মহিলা পুরুষ থেকে শুরু করে বামেদের বহু সদস্যদের দেখা যায় র্যালিতে অংশগ্রহণ করতে। সাথে র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার সিপিআইএম দলের গণ্যমান্য ব্যক্তিরা,উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আন্দোলনরত কর্মীরা দাবি করেন বিজেপি আইপিএফটি জোট সরকারের রাজ্যে গণতন্ত্র হত্যা ও প্রতিশ্রুতি খেলাপ হচ্ছে।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us