New Update
/anm-bengali/media/post_banners/YJUeuPi6ixgHHnMQ6AIx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একদিন বাদ দিয়ে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। শুক্রবার রাতে পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা ও ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বাড়ে। এই নিয়ে ১২ দিনে দশবার দাম বাড়ল জ্বালানি তেলের। গত ১২ দিনে দুই জ্বালানির দাম বেড়েছে ৭ টাকা ২০ পয়সা। এই মূল্যবৃদ্ধির ফলে শনিবার কলকাতায় পেট্রোলের লিটার পিছু দাম দাঁড়াল ১১২ টাকা ১৯ পয়সা ও ডিজেল হল লিটার প্রতি ৯৭ টাকা ০২ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম ১০২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। সেখানে এই জ্বালানি তেলের দাম বেড়ে হল লিটার প্রতি ১১৭.৫৭ টাকা। ডিজেলও সেঞ্চুরি পার করে ফেলেছে সেখানে। দাম দাঁড়িয়েছে ১০১.৭৯ টাকা। আরেক মেট্রো শহর চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম রয়েছে একই সারিতে ১০৮.২১ টাকা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us