আগরতলায় ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেন এএসডিএম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগরতলায় ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেন এএসডিএম

নিজস্ব প্রতিনিধি -আজ ফের আগরতলা শহরের মধ্যে থাকা বিভিন্ন বাজারের দোকানে গিয়ে ভোজ্য তেলের মূল্য যাচাই করলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এবং তেলের সিঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তাও যাচাই করেন আজ এএসডি। এবং সেই সাথে একটি নির্দিষ্ট কোম্পানির তেলের দামও নির্ধারণ করে দেন মহকুমাশাসক বিনয়ভূষণ দাস। তিনি বলেন, 'একটা তেল থেকে ১-২ টাকাই বিক্রেতারা লাভ করতে পারবেন, তার থেকে বেশি গ্রাহকদের থেকে নেওয়া হলেই আইনতভাবে কঠোর শাস্তি দেওয়া হবে।' এবং তিনি বলেন 'একজন ডিস্ট্রিবিউটার ৬থেকে ৭টাকা করে আয় করছে সেটা হতে পারে না, আমরা সরাসরি এই বিষয়ে কোম্পানী গুলির সাথে কথা বলেন,এবং তাদের জানাবো এই প্রসঙ্গে তার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকশন নেব।"