/anm-bengali/media/post_banners/Cd7UdTkrpE8q6BwOGNmX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে লাভবান হচ্ছে ভারত। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও, রাশিয়ার থেকে এবার সস্তায় তেল কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, ভারতকে অনেকটাই কম দামে তেল বিক্রি করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারতকে ব্যারেল প্রতি ৩৫ ডলারে তেল বিক্রি করতে চলেছে রাশিয়া। ইউক্রেনের উপরে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী দেশ আর্থিক নিষেধাজ্ঞা জারি করায়, রাশিয়া যে অর্থ সঙ্কটের মুখে পড়েছে, তা দূর করতেই কমদামে ভারতকে তেল বিক্রি করতে চলেছে রাশিয়া। ওয়াকিবহাল সূত্রের খবর, যুদ্ধের জেরে রাশিয়া যে আর্থিক সঙ্কটের মুখে পড়েছে, তা কাটিয়ে উঠতেই ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় রাশিয়া। ব্যারেল প্রতি ৩৫ ডলারের মতো কম দামেও তেল বিক্রি করতে রাজি রাশিয়া। ব্রেন্ট তেলের দাম যেখানে বিশ্ববাজারে ১০ ডলার বৃদ্ধি পেয়েছে, সেখানে ভারতের জন্য বড়সড় ছাড় দিতে পারে রাশিয়া। সূত্রের আরও দাবি, রাশিয়া চায় ভারত ১ কোটি ৫ লক্ষ ব্যারেল তেল কেনার চুক্তিতে আবদ্ধ হোক। ইতিমধ্যে সরকারি স্তরে এই বিষয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us