নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি যুদ্ধবিমানের। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে মাঝ আকাশে দক্ষিণ কোরিয়ার বায়ুসেনার প্রশিক্ষক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনজন পাইলটের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাচেওন শহরের দক্ষিণ-পূর্বে কেটি-১ এয়ারক্রাফ্ট বেসের কাছেই মুখোমুখি সংঘর্ষ হয় ওই দুটি বিমানের। স্থানীয় সময় দুপুর ১ টা ৩৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বায়ুসেনার তরফে এখনও হতাহতের সংখ্যা জানানো না হলেও, স্থানীয় সূত্রে তিন পাইলটের মৃত্যুর কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩০ জন কর্মী পৌঁছেছেন এবং উদ্ধারকার্য শুরু করা হয়েছে।