এসএসসি মামলায় ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ আদালতের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এসএসসি মামলায় ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিযুক্ত ৯৮ জনের নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। ওই নিয়োগের ক্ষেত্রে কারা সুপারিশ করেছে, তা স্পষ্ট নয়। সেই মামলায় এবার ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে ওই ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এই নিয়োগের সঙ্গে যুক্ত আধিকারিকদের যাতে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, সেই নির্দেশও দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আদালত বলেছে, স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না ওই ৯৮ জনকে। শুক্রবার সিঙ্গল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়োগের সময় স্কুল শিক্ষা দফতরের তৈরি হাই পাওয়ার কমিটিতে যাঁরা ছিলেন তাঁদের এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে। সিবিআই তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, টি পাঁজা এবং এ কে সরকার। যাঁরা সিবিআই দফতরে হাজিরা দেবেন না, তাঁদের কড়া নজরে আদালত দেখবে বলেও জানানো হয়েছে।