রামপুরহাট হত্যাকাণ্ডে ফের দমকলের OC-কে তলব করল CBI

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রামপুরহাট হত্যাকাণ্ডে ফের দমকলের OC-কে তলব করল CBI

নিজস্ব সংবাদদাতাঃ  রামপুরহাট হত্যাকাণ্ডে ফের দমকলের OC-কে তলব করল CBI। এছাড়াও রামপুরহাট থানার ২ পুলিশ কর্মীকেও তলব করা হয়েছে। সূত্রের খবর, ঘটনার রাতে এই দুই পুলিশ কর্মী কোথায় ডিউটি করছিলেন তা জানতে চান কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। এর আগে কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাটের তৎকালীন SDPO সায়ন আহমেদ ও সাসপেন্ড হওয়া রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে CBI।