নিজস্ব সংবাদদাতেঃ উত্তর ২৪ পরগনায় দু’জায়গা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গতকাল রাতে হাড়োয়ার কলুপুকুরে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেন উর্দিধারীরা। উদ্ধার হয় ১টি কারবাইন, ১টি রাইফেল, ৪টি রিভলভার, ১টি পাইপ গান ও ১৫ রাউন্ড কার্তুজ। ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বাইক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে আগ্নেয়াস্ত্র পাচার করতে আসছিল। পণ্য পরিবহণের নামে চটের ব্যাগে খড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছিল বলে দাবি পুলিশের। অন্যদিকে গতকাল রাতে বরানগরে আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।