নিজস্ব সংবাদদাতা : খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে প্রতি মাসে অতিরিক্ত ৫ কেজি চাল বিনামূল্যে বিতরণের মেয়াদ বাড়াল ওড়িশা সরকার। আগামী ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ৮.০৯ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি রাজ্যবাসীর।