/anm-bengali/media/post_banners/y7zQEObdqL3ISvgTtj9V.jpg)
আসানসোল, সৌমিত্র গাঙ্গুলিরঃ আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে ফের নগদ টাকা উদ্ধার বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরি চেকপোস্টে। সন্দেহজনক ভাবে একটি বোলেরো গাড়ি আটকাতেই তার ভেতরে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। যদিও গাড়িতে থাকা চালক এবং অন্য আরেক যাত্রী বারবার মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কোনও নথি দেখাতে না পারার জন্য সমস্ত টাকাই বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৯ লক্ষ টাকা ছিল ওই গাড়িতে। অন্যান্য দিনের মতো আজও বাংলা ঝারখড সীমান্তে ডুবুরি চেকপোস্টে চলছিল নাকা চেকিং এবং তখনই একটি বোলেরো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করতেই তিনি প্রথমে বলেন ধানবাদ থেকে আসছে তারা। পরে আরও নানান ভাবে বিভ্রান্ত করতে শুরু করেন পুলিশকে। এরপর পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই গাড়ির মধ্যে বেশ কয়েকটি ব্যাগের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে। সেই টাকার কোনো নথি দেখাতে পারেনি গাড়িতে থাকা চালক এবং যাত্রীরা। জানা গিয়েছে গাড়ির চালকের নাম গোবিন্দ চৌধুরী এবং যিনি বসেছিলেন তার নাম কমল কুমার। মূলত এই কমল কুমারের কাছ থেকেই উদ্ধার হয় ৯ লক্ষ টাকা। যার কোনো নথি দেখাতে পারেনি কমল কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বিহারের আরা জেলা থেকে আসছিল এবং আসানসোলের জামুরিয়াতে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কি কারনে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আপাতত সম্পূর্ণ টাকা সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন কুলটি থানার অধিকারিক কিষ্ণেন্দু দত্ত, চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলকেশ ব্যানার্জী, এসএসটি টিমের সত্যব্রত ঘোষ । এছাড়া উপস্থিত ছিল কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us