দুর্গাপুরের বিভিন্ন ব্লকে রুটমার্চ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্গাপুরের বিভিন্ন ব্লকে রুটমার্চ

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ বৃহস্পতিবার বিকালে রুটমার্চ করে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া, টেটিখোলা ও শঙ্করপুর এলাকায়। রুটমার্চে নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি প্রবুদ্ধ ব্যানার্জী।এদিন রুটমার্চের পাশাপাশি এরিয়া ডমিনেশনের কাজ হয়। উপনির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তার জন্য তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। গোটা এলাকা জুড়ে রুট মার্চের সঙ্গে সঙ্গে কথা বলা হয় জনসাধারণের সঙ্গে। নির্বাচনের আগে পর্যন্ত লাগাতার চলবে রুটমার্চ বলে জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি প্রবুদ্ধ ব্যানার্জী। এসিপি আরও জানান, বর্তমানে এলাকায় পূর্ণ শান্তি বিরাজ করছে তার সঙ্গেই তৎপর রয়েছে পুলিশ।