সন্ত্রাসহীন ভোটের রুটমার্চ জানালো পুলিশ অধিকর্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সন্ত্রাসহীন ভোটের রুটমার্চ জানালো পুলিশ অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রুটমার্চ বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া, টেটিখোলা ও শঙ্করপুর এলাকায়। রুটমার্চে নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি প্রবুদ্ধ ব্যানার্জী। সন্ত্রাসহীন ভোটের লক্ষ্যে এই রুটমার্চ বলে জানিয়েছেন তিনি।