আসানসোল উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোল উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কমিশন। ইতিমধ্যে পৌঁছাতে শুরু করেছে কেন্দ্রবাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাহিনীর রুটমার্চ। শাষক-বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতা উঠেছে তুঙ্গে। জোর কদমে চলছে প্রচার। প্রচারের কাজে এলাকায় আনাগোনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা, নেত্রীদের। এদিকে বৃহস্পতিবার শুরু হয়ে গেল ৮০ বছরের উর্ধ্ব ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া। নিজের বাড়িতে বসেই এদিন তারা ভোট দিলেন। আগামী ৫ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আসানসোল লোকসভা কেন্দ্রে ৮০ বছরের ঊর্ধ্ব ও শারীরিকভাবে অক্ষম ভোটারের সংখ্যা ৯০৮ জন। এরমধ্যে ২৫৯ জন রানীগঞ্জ ব্লকের ও ৬৪৯ জন রয়েছে অন্ডাল ব্লক এ । এদিন সকাল ১০ টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ভোট কর্মীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। ভোটারদের ঘরের মধ্যেই প্লাইউড দিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়। গোপনীয়তার জন্য ব্যবহার করা হয় চটের পর্দা । গৌড় চুনারী, গুরুপদ চুনারীর মত বৃদ্ধ ব্যক্তিরা বলেন, "বয়স হয়েছে হাঁটাচলা করতে অসুবিধা হয় বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি আমরা"।