বিজেপি সভাপতির বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ

author-image
Harmeet
New Update
বিজেপি সভাপতির বাড়িতে হামলা, লুঠপাটের অভিযোগ

সুদীপ ব্যানার্জী, কোচবিহার :  ফের রাজনৈতিক অশান্তি, বিজেপির বুথের সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর এবং লুঠের অভিযোগ উঠল। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত বারোটা নাগাদ কোচবিহার জেলার পানিশালা অঞ্চল ১৭১ নম্বর বুথে। এখানকার বিজেপি সভাপতি দিলীপ পাল এর বাড়িতে হামলা চালানো হয় এবং ভাঙচুর সাথে লুঠ চালানো হয় বলে বিজেপির অভিযোগ। 

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও এই বিষয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত  অভিযোগ অস্বীকার করা হয়েছে । রবিবার সকাল হতেই ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী যায়। অন্যদিকে  বিজেপির অভিযোগ গতকাল রাত থেকেই পুলিশকে বার বার ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি । ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে । যদিও এই বিষয়ে এখন পর্যন্ত শাসক দলের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।