ঘাটাল প্রসঙ্গে কেন্দ্রের দিকে আঙুল তুললেন দেব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঘাটাল প্রসঙ্গে কেন্দ্রের দিকে আঙুল তুললেন দেব

নিজস্বি প্রতিনিধি, ঘাটালঃ "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি আমার মনে হয় যতবারই বলছি দিল্লির কানে আমাদের কথাগুলো পোঁছাচ্ছেনা তাই আমাদেরকে নিজেদেরকে নিজেদের জন্য লড়াই করতে হবে।ঘাটালের মানুষদের বলবো আমরা আপনাদের পাশে আছি যতদিন বাঁচবো ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো তার জন্য আজকের মিটিং গুরুত্বপূর্ণ ছিল, আগাম বন্যার জন্য বেশকিছু কাজ নিয়ে আলোচনা হয়েছে আশাকরি আগের বছরের তুলনায় এবার বন্যায় আমরা আরও প্রস্তুত হতে পারবো রাজ্য সরকার যা সাহায্য করছে তা দিয়েই", ঘাটালে একাধিক কর্মসূচীর অংশ হিসাবে হরিসিংপুর পার্ক পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী।এদিন দিনভর ঘাটালে একগুচ্ছ কর্মীসূচীতে অংশ নিয়েছেন দেব।সকালে ঘাটাল মহকুমাশাসকের দফতরে জেলাশাসক রেশমি কমলকে সাথে নিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোদ দেন তিনি। সেখান থেকে আধিকারিকদের সঙ্গে নিয়ে চলে যান ঘাটালের হরিসিংপুর পার্ক পরিদর্শনে। সেখানেই সাংবাদ মাধ্যমের সামনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের অবহেলা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।এরই সঙ্গে বন্যার আগে আগাম প্রস্তুতি হিসাবে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা ও তা সম্পন্ন করার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।এছাড়াও ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজের উন্নয়ন সহ একগুচ্ছ পরিকল্পনার কথাও জানান সাংসদ দেব।পার্ক পরিদর্শনের পর ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজ পরিদর্শন করে শেষে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে দলীয় সংবর্ধনা সভায় যোগ দেওয়ার কথা দেবের।