নিজস্ব প্রতিনিধি -এবারে ত্রিপুরা থেকে আসামে প্রবেশের পথে পুলিসের হাতে ধরা পরল ২ লক্ষাধিক টাকার গাঁজা। আটক করা গাড়িটি ছিল পশ্চিমবঙ্গের নাম্বার প্লেটে।তবে এই মুহূর্তে কাউকে ধরতে সক্ষম হয়নি পুলিশ। পুলিশ সূত্রের খবর আসাম আগরতলা বর্ডার এর কাছাকাছি এই গাড়িটি আসার পরে গাড়িটির পিছনে ধাওয়া করেন পুলিশ বাহিনী এবং তারপরেই পুলিশের জালে পড়ে সেই গাড়ি।