/anm-bengali/media/post_banners/jesTXbU2rrTF953tgfcD.jpg)
বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ বাঁকুড়ায় আটক বিজেপি নেতা। আইসিকে প্রকাশ্যে উলঙ্গ করার হুমকি দিয়ে বিতর্ক জড়ালেন বাঁকুড়ার এক বিজেপি নেতা। জানা গিয়েছে, আজ বাঁকুড়ার ছাতনা থানার দুবরাজপুর মোড়ে স্থানীয় একটি পুকুর খননের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে পথ অবরোধ করে বিজেপি। সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। এই সময়ই বিজেপির নেতা জীবন চক্রবর্তী ছাতনা থানার আইসি আশিস জৈন কে প্রকাশ্যে পোষাক খুলে উলঙ্গ করার হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনায় সমালোচনায় সরব হয়েছে শাসকদল। তবে জীবন চক্রবর্তী দলের কেউ নয় বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, পুলিশ ওই বিজেপি নেতাকে আটক করেছে। জল ধরো জল ভরো প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে বাঁকুড়ার ছাতনা গ্রামের বাঁকাপাড়া নামের একটি পুকুরে খনন কার্য শুরু করে রাজ্য সরকার। সেই কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই অভিযোগ তুলে আজ ছাতনার দুবরাজপুর মোড়ে জীবন চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি। যার জেরে বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ছাতনা থানার আই সি আশিস জৈন এর নেতৃত্বে পুলিশ বাহিনী পথ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি । এরপরই বিজেপি নেতা জীবন চক্রবর্তী মাইক হাতে আইসির উদ্যেশ্যে এই হুমকি দেন বলে অভিযোগ। জীবন চক্রবর্তী আইসির বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সাফাই দেন। তৃণমূলের তরফ থেকে বিজেপি নেতার এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন ছাতনার ওই কর্মসূচী বিজেপির দলীয় কর্মসূচী ছিল না। এই ধরনের মন্তব্য বিজেপির সংস্কৃতি নয় বলেও দাবি বিজেপি নেতৃত্বের। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us