বেহাল সেতুর ওপর দিয়ে ঝুঁকি পূর্ণ যাতায়াত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেহাল সেতুর ওপর দিয়ে ঝুঁকি পূর্ণ যাতায়াত

নিজস্ব প্রতিনিধি, দাসপুরঃ দাসপুরে বেহাল কংক্রিটের সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। যেকোনও সময় দূর্ঘটনা ঘটার আশঙ্কায় এলাকাবাসী। সেতু মেরামত গাফিলতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলছেন খোদ পঞ্চায়েত প্রধান। প্রায় ৩০ বছরের পুরনো এলাকার এই কংক্রিটের সেতুর বর্তমানে বেহাল অবস্থা।কয়েক বছর আগেই ভেঙে গিয়েছে সেতুর কংক্রিটের রেলিং, শুধু তাই নয় খসে পড়ছে সিমেন্টের পলেস্তার, বেরিয়ে গিয়েছে লোহার রড।এমনই জরাজীর্ণ বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাসুদেবপুর পঞ্চাননতলা চন্দ্রেশ্বর খালের ওপর কংক্রিটের সেতুর।প্রায় ৩০ বছরের পুরনো এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে একাধিক গ্রামের পথচলতি হাজারো মানুষ, এমনকি ওই এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী থেকে বহু পণ্যবাহী গাড়ি ওই সেতুর উপর দিয়ে একপ্রকার ঝুঁকি নিয়ে যাতায়াত করে বলে দাবি এলাকাবাসী থেকে স্কুল শিক্ষকদের। বেহাল সেতু হওয়ার কারণেই যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা আর যাত্রীবাহী গাড়ি চলাচলের সময় লোহার রেলিং না থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদের।তাই দ্রুত কংক্রিটের সেতু মেরামতের দাবি তুলেছে এলাকার মানুষজন। বেশ কয়েক বছর ধরে বৃটিশ আমলের তৈরি এই কংক্রিটের সেতুর মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ১ ও ২ নম্বর ব্লকের যোগাযোগকারী মাধ্যম এই বাসুদেবপুর পঞ্চাননতলার কংক্রিটের সেতুটি।এলাকাবাসী থেকে শুরু করে স্কুল শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীদের একটাই দাবি পথচলতি স্কুলপড়ুয়া থেকে শুরু করে সকল মানুষের জীবনের কথা ভেবে এবং দূর্ঘটনা ঘটার আগেই আগাম সাবধানতা অবলম্বন করে দ্রুত সেতুটি সংস্কার বা মেরামত করা হোক।যদিও এই বিষয়ে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন সেতু প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে জেলা প্রশাসন ও জেলা নেতৃত্বের ওপরেই। ঘটনা স্বীকার করে নিয়ে তিনি বলেন, "বারে বারে বিষয়টি নিয়ে দাসপুরের বিধায়ক থেকে  জেলা প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।ওই সেতু সংস্কার বা মেরামত করার ক্ষেত্রে মোটা অঙ্কের ফান্ডের প্রয়োজন যা একটা পঞ্চায়েতের পক্ষে বহন করা সম্ভব নয়, এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষকেও বিষয়টি জানানো হলেও কেউ উদ্যোগ নেয়নি"। বহু পুরানো এই জরাজীর্ণ বেহাল কংক্রিটের সেতুর হাল ফেরাতে প্রশাসনের টালবাহানায় কোনও বড়সড় বিপদ না ঘটে যায় এমন আশঙ্কাতেই প্রহর গুনছে সকলেই।