ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ বৃহস্পতিবার সকাল থেকে অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন সার্ভিস রোড এলাকার বাসিন্দারা রাস্তার ওপর দিয়ে যাওয়া ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভে সামিল হল। স্থানীয় বাসিন্দা সতীশ বার্নওয়াল জানান দীর্ঘদিন ধরে অন্ডালের ডিভিসি তাপ বিদ্যুৎকেন্দ্রের ছাই বোঝাই গাড়িগুলি ওভারলোডিং নিয়ে দু নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড কাজরা মোড়ের ওপর দিয়ে যায় ।যারফলে রাস্তার ওপর ছাই পড়ে রাস্তার অবস্থা ধীরে ধীরে বেহাল হয়েছে এবং দূষণ ছড়িয়েছে এলাকায় এমনটাই অভিযোগ বাসিন্দাদের। নিত্যদিন রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে ঘটে দুর্ঘটনা এমনটাই অভিযোগ স্থানীয়দের । বারবার প্রশাসন তথা ট্রাক চালকদের জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । তাই বৃহস্পতিবার সকাল থেকে কাজরা মোড় সার্ভিস রোড এলাকা দিয়ে ছাই বোঝাই গাড়ি গুলি যাবার সময় গাড়ি গুলোকে আটকে দিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা । স্থানীয় বিক্ষোভকারীদের দাবি, এই সার্ভিস রোডের ওপর দিয়ে ডিইসির ওভারলোডিং ছাই বোঝাই গাড়ি যাওয়া যাবে না । ওভারলোডিং বন্ধ করতে হবে এবং এলাকায় যেভাবে এই গাড়িগুলির কারনে দূষণ ছড়াচ্ছে সেগুলি বন্ধ করতে হবে । বিক্ষোভরত স্থানীয় বাসিন্দাদের দাবি যতক্ষণ পর্যন্ত গাড়ির মালিকেরা এসে লিখিত ভাবে তাদের সমস্যার সমাধানের কথা না বলছেন ,ততক্ষণ বিক্ষোভ চলবে। অবশেষে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। স্থানীদের আশ্বাস দেওয়া হয় প্রত্যেকদিন এই রাস্তার ওপর জল স্প্রে করা হবে ।