নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বন্দর শহর মারিয়ুপোলের রেড ক্রস ভবনে ক্ষেপণাস্ত্রের হামলা চালাল রুশ সেনা। ইতিমধ্যেই কর্মকর্তারা মানবিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন যে এই শহরে ইউক্রেন সেনা আত্মসমর্পণ না করা পর্যন্ত রুশ গোলাবর্ষণ বন্ধ হবে না। অন্যদিকে ইউক্রেনের এক আধিকারিক এক বিবৃতিতে বলেন, ‘‘মারিয়ুপোলে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় বিধ্বস্ত হয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) ভবন’’।