শিকার আটকাতে ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতা প্রচার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিকার আটকাতে ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতা প্রচার

নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে শিকার উৎসব। জঙ্গলের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে বন্যপ্রাণ হত্যা চলেছে শিকার উৎসবের নামে। বন দফতরের পক্ষ থেকে সচেতনতার প্রচার চললেও বন্যপ্রাণ হত্যা বন্ধ করা সম্ভব হচ্ছেনা। আদিবাসী সমাজের পুরনো রীতিনীতি মেনে তির-ধনুক, বল্লাম, কুড়ল সহ বিভিন্ন অস্ত্র নিয়ে জঙ্গলে চলছে শিকার। হাতে গোনা কয়েকজন বনকর্মী নিয়ে বনদফতর তা আটকাতে কার্যত ব্যর্থই বলা যায়। এবার আসরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের ভাদুলিয়া গ্রামে আদিবাসী মানুষদের নিয়ে সচেতনতা শিবির করে গুড়গুড়িপাল থানার পুলিশ। ছৌ নৃত্যের মাধ্যমে বন্যপ্রাণ হত্যা না করা, জঙ্গলে আগুন না লাগানো ও গাছ কাটা বন্ধ করার বার্তা দেয় তারা। বন্যপ্রাণ হত্যা করলে আইনত দণ্ডনীয় অপরাধ বলেও জানানো হয়েছে। পাশাপাশি একই ভাবে শালবনীতেও প্রচার চালালো পুলিশ ও বন দফতর। মেদিনীপুর বনবিভাগের এডিএফও বুদ্ধদেব মন্ডল জানান, বনকর্মীদের পাশাপাশি পুলিশও এলাকাবাসীকে সচেতন করার প্রচার চালাচ্ছে। এতে সফলতা মিলবেই বলে আশা করছেন তিনি। ভাদুলিয়া গ্রামের বাসিন্দা মঙ্গল হেমরম বলেন, "বন্যপ্রাণ শিকার বন্ধ হওয়া উচিত। তবে দীর্ঘদিনের অভ্যাস একদিনে ত্যাগ করতে পারবে না। এভাবে প্রচার চললে আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে।"