বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুকে ঘিরে উত্তেজনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, পিংলাঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চাষির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পিংলায়। বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই চাষির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।

 ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ভাটিয়া গ্রামে। আজ সকালে চাষের জমিতে মিনির জল দেখতে যাওয়ার সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নাড়ু গোপাল মন্ডলের। তার বয়স ৫১ বছর। বাড়ি পশ্চিম চক গ্রামে। এলাকাবাসীর অভিযোগ অনেকবার বিদ্যুৎ দফতরে বিদ্যুতের তার জমির ওপরে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে বলে জানানো হলেও তারা কোনও ধরনের ব্যবস্থা নেয়নি। এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্যই আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এলাকায় যে সমস্ত বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলো ঠিক করা অথবা কেবিল তার বসানো হোক এবং নাড়ুগোপাল মন্ডলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এই দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।