অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, জামুরিয়াঃ  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশের পর আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে তৎপর জামুরিয়া পুলিশ। এবার পুলিশের তৎপরতায় অস্ত্রসহ গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃত যুবকের নাম মোহম্মদ শাহজাদ ওরফে রাজা। সে জামুরিয়া থানার অন্তর্গত নিচু সেন্টার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে ২ নম্বর জাতীয় সড়কের নিঘা গুঞ্জন পার্কের সামনে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করছিল ওই যুবক। সেইসময় টহলরত শ্রীপুর ফাঁড়ির পুলিশের সন্দেহ হওয়ায় ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। মৃত ওই যুবকের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। ওই যুবকের কাছে কি ভাবে এই অস্ত্র এল এবং কেনই বা সে ঘোরাফেরা করছিল সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।