মাদল বাজিয়ে আদিবাসী নাচে পা মেলালেন শত্রুঘ্ন সিনহা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাদল বাজিয়ে আদিবাসী নাচে পা মেলালেন শত্রুঘ্ন সিনহা

নিজস্ব সংবাদদাতাঃ ভোট প্রচারে কর্মীসভায় এসে আদিবাসী নাচে পা মেলালেন তৃনমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসী কর্মী ও সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ একাধিক আদিবাসী সমাজের কর্মী সমর্থকরা। এদিন সভা শেষে আদিবাসী নৃত্য শুরু হয়। সেখানে আদিবাসী নাচে পা মেলান প্রার্থী শত্রুঘ্ন সিনহা । এছাড়াও এদিন তিনি ঢোলও বাজান। এদিন সাংবাদিকদের তিনি বলেন, এর আগে আমি 'কালা পাথর'য়ে নাচে ছিলাম। আজকে আসানসোলে এসে মাদল বাজিয়ে ভীষণ ভাল লাগছে।