New Update
/anm-bengali/media/post_banners/IHBdNfbeaWAmgwhvCqsu.jpg)
নিজস্ব প্রতিনিধি -আগরতলা স্থিত শহিদ ভগৎ সিং হস্টেলে মাদকের অপব্যবহার, এইচআইভি এইডসের বিরুদ্ধে এনএসএস এর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে ত্রিপুরার তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ড্রাগ ফ্রী ত্রিপুরা গড়ার লক্ষ্যে বক্তৃতায় বলেন, 'আমি তুমি নয় 'আমরা ' আমদের সবাইকে একসাথে নিয়ে বাঁচতে হবে। সবাইকে যদি রক্ষা করতে পারি বাঁচাতে পারি তবেই সমাজ সুন্দর হবে। আমাদের রাজ্য সুন্দর হবে পৃথিবী সুন্দর হবে। '
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us