/anm-bengali/media/post_banners/RIJQqwsAhdhBEYirdMQh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের সলিসিটর জেনারেল ও শুভেন্দু'র সাক্ষাৎকে ঘিরে সরব হল তৃণমূল। সম্প্রতি তুষার মেহতা জানিয়েছেন যে শুভেন্দুর সঙ্গে তাঁর কোনও বৈঠক হয়নি। যদিও সেই কথা মানতে নারাজ ঘাসফুল শিবির। সেই নিয়ে ফের একবার আসরে নামলেন কুণাল ঘোষ। এদিন তিনি টুইট করে বলেন, 'মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদে CBI FIR named শুভেন্দুর আপনার ( SG + এই মামলায় CBI আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে ও গ্রেপ্তার হবে না কেন?'
মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন, শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না। আর, নারদে CBI FIR named শুভেন্দুর আপনার ( SG + এই মামলায় CBI আইনজীবী) বাড়ি যাওয়াটাই কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে ও গ্রেপ্তার হবে না কেন?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 4, 2021
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8389 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8386
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us