New Update
/anm-bengali/media/post_banners/FOBcNE2G0owDP2dGuz6Y.jpg)
রাহুল পাসোয়ান -আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে ১২ই এপ্রিল, আর এই লোকসভা উপনির্বাচন কে সুষ্ঠ শান্তি প্রক্রিয়াতে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোলে এলো কেন্দ্রীয়বাহিনী।মঙ্গলবার সকালে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবোলপুর,লাচ্ছমোনপুর, বড়ীরা, সবনপুর সহ চৌরাঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় এদিন কেন্দ্রীয়বাহিনীর সাথে চৌরাঙ্গিফাঁড়ির আধিকারিক ও উপস্থিত ছিলেন, এই রুটমার্চ এ এদিন চৌরাঙ্গি ফাঁড়ি এলাকার বিভিন্ন গ্রাম গুলোতে আসন্ন লোকসভা উপনির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে এই রুট মার্চ হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us